ইস্পাহানি মির্জাপুর এর আয়োজনে এবং মিডিয়া পার্টনার- চ্যানেল আই’র সহযোগিতায় গতকাল নগরের ইস্পানি পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বাংলা বিষয়ক প্রতিযোগিতা “ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ”। এতে ৬ষ্ঠ - ১০ম শ্রেণি পড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তম্মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে সেরা ১০০ জনকে ১ম রাউন্ডে নির্বাচিত করা হয়। একইদিন বিকালে ভেটেরিনারি শ্বিবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সেকেন্ড রাউন্ডের ২য় আসর। এ রাউন্ডে ১০০ জন থেকে সেরা ৪০ জনকে নির্বাচিত করা হয় । চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে অংশগ্রহণ করে ১ম রাউন্ডে সেরা ১০০ জন ও ২য় রাউন্ডে সেরা ৪০ জনের মধ্যে স্থান করে নেয় তারেক আবরার।

コメント