সর্বোচ্চ নম্বর পেয়ে “চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস্” তারেক আবরার।
গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজে সম্পন্ন হলো চট্টগ্রাম আঞ্চলিক গণিত উৎসব- ২০১৯। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান জেলার বাছাই গণিত অলিম্পিয়াডে বিজয়ীরা এতে অংশ নেয়। প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের এ গণিত অলিম্পিয়াডে সেকেন্ডারি ক্যাটাগরিতে (৯ম - ১০ম শ্রেণি) সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন অর্থ্যাৎ “চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস্” হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র তারেক আবরার। উল্লেখ্য, সে ২০১৫ সালেও চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রাইমারী ক্যাটাগরিতে “চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস্” হয়েছিল।

Comments