চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে Hour of Code অনুষ্ঠিত
- Tareq Abrar
- Dec 13, 2018
- 1 min read
কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম জুনিয়র কোডার্স-এর উদ্যোগে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ‘আওয়ার অব কোড’ নামক প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক জনাব দেবব্রত দাস। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সিজেসি প্রেসিডেন্ট তৌফিকুল ইসলাম, শাহাবউদ্দিন মাহমুদ, রিদুয়ানুল হক, প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন- প্রযুক্তিভিত্তিক জ্ঞান চর্চার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে এখন থেকেই প্রোগ্রামিং চর্চা করতে হবে।

গত ৩-৯ ডিসেম্বর সারা বিশ্বে ‘কম্পিউটার বিজ্ঞান সপ্তাহ’ পালিত হয়। এরই অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম জুনিয়র কোডার্স ও কলেজিয়েটস প্রোগ্রামিং কমিউনিটির উদ্যোগে এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামে ‘আওয়ার অব কোড’ নামক বিশ্বব্যাপী জনপ্রিয় প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বাছাই করা ৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের নিলসন কোম্পানির সিনিয়র ওয়েব ডেভেলপার ঝংকার মাহবুব; প্রশিক্ষক হিসেবে ছিলেন তারেক আবরার। উল্লেখ্য, বিশ্বব্যাপী কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের ভেতর থেকে প্রোগ্রামিং সংক্রান্ত্র ভীতি দূর করে একে উপভোগ করতে শেখানো।
תגובות