ঢাকার লালমাটিয়া সি ব্লকের আপন উদ্যোগ রেস্ট হাউসে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত ক্যাম্প-২০১৮। এ কর্মশালায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়- এমআইটি’র খ্যাতনামা গণিতবিদ ড. মাহবুব মজুমদার সহ বিশিষ্ট গনিত বিশারদগন থেকে গণিতের প্রশিক্ষন গ্রহণ করেছে তারেক আবরার ও তার সহপাঠী এবং সিনিয়র ক্যাম্পাররা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে সারা দেশের ৩৫টি আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ১ম রাউন্ডে ১ হাজার ৩০০ জন কে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়। এরপর ১ হাজার ৩০০ জনের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ২য় রাউন্ডে ৮৩ জন কে বাছাই করা হয়। এ ৮৩ জনের ভেতর থেকে সেরা ৪৫ জনকে জাতীয় ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয় এবং প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে এবারের সেরা এ ৪৫ জনকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Comments